ব্যাঙ
নিরন্তর পলায়নে আর
ভালো লাগছে না।
তাই, একটা ব্যাঙের খোঁজ
করছি—
শুনেছি ও নাকি সাড়ে তিনহাজার বছর টিকে থাকতে পারে।
আমিও টিকে থাকতে চাই,
কিভাবে সেটা মূখ্য নয়…।
মূখ্য হলো— বিগত নিপাত যাক— আগামীর মুক্তি
পাক।
ব্যাঙ
নিরন্তর পলায়নে আর
ভালো লাগছে না।
তাই, একটা ব্যাঙের খোঁজ
করছি—
শুনেছি ও নাকি সাড়ে তিনহাজার বছর টিকে থাকতে পারে।
আমিও টিকে থাকতে চাই,
কিভাবে সেটা মূখ্য নয়…।
মূখ্য হলো— বিগত নিপাত যাক— আগামীর মুক্তি
পাক।
ব্যাঙ
নিরন্তর পলায়নে আর
ভালো লাগছে না।
তাই, একটা ব্যাঙের খোঁজ
করছি—
শুনেছি ও নাকি সাড়ে তিনহাজার বছর টিকে থাকতে পারে।
আমিও টিকে থাকতে চাই,
কিভাবে সেটা মূখ্য নয়…।
মূখ্য হলো— বিগত নিপাত যাক— আগামীর মুক্তি
পাক।
বাবুই পাখির রাফখাতাপথ সবসময় মাটিতে শুয়ে থাকে নামাঝেমধ্যে পথ উঠে যায় আকাশের দিকেআকাশের দিকে উঠে গেলে পথকে আমরা আর পথ বলি না,নাম দিই গম্ভীর অয়োময় অট্টালিকা প্রাসাদনিউইয়র্কের ম্যানহাটনে ওয়া
কোভিডের পর বৈশাখদীর্ঘ অবিস্মরণীয় সময় কাটিয়ে অপেক্ষা থেকে মুক্তি পেলাম।বিগত দুই বছর যথাসম্ভব নিবৃত করে রেখেছিলাম অনেক রকম বাসনা থেকে। সপ্তাহর পর সপ্তাহ একা একা দিনগুলি ঘুম পাড়িয়ে ছোট ছোট
নক্ষত্র নীলের গানআবার বৃষ্টি গর্জনে মহাকালবৃত্ত ভাঙার অবারিত ধারাপাতআমিও শিখছি শিখছো তুমিও বেশচারিদিকে দেখো চিহ্নের সমাহারএ ঘোর সময় দুর্যোগ মারীকালপুড়ছে মানুষ মানুষের সংসারশ্রাবণ ধার
বৈশাখ যেমন..চৈত্রের কঠিন সর্বনাশ স্তিমিত করে বৈশাখ আসেশিলাবৃষ্টিটিষ্টি নিয়ে অনেক বেশি প্রাকৃতিকহয়ে উঠি; আমের মুকুল ঘিরে তুঙ্গে ওঠে ব্যস্ততাসমগ্র চিন্তা ও মননকে নিজের দিকে টেনে নেয়বালি চি
মঙ্গল মহতিমনের মর্জি ধরেবন এসে চোখে জুড়ে আসন্ন রঙের মুকুলবদলি হাওয়ায় আসে গ্রহণ এক ধান-দুর্বাকুল;রঙ লাগলেই রাঙা তুমি নতুন নিহিত চুমিজেনে যাবে দিন থেকে পরবর্তী দিনের উসুল-সময়-তো বিদায়ী চুমু’
একটি টিপের জন্যেবিশ্ব থেকে বহুবিশ্ব অসীমেরে দিয়েছি ঠাঁইএ হৃদয় তবু ফাঁকা পড়ে থাকে।কল্পনার যা কিছু আছে বাকিদুঃখ যদি দাও তারও বেশি এঁটে যাবে সবই।নক্ষত্রেরা জাগে ক্ষয়ে ক্ষয়ে মরেও যায়,সাগরের